Header Ads

  • Breaking News

    রেকর্ডের পর রেকর্ড গড়ে টি–টোয়েন্টি ক্রিকেটের গিয়ার পাল্টাচ্ছে ভারত

     

    ১৯৪.৬৪—গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা সঞ্জু স্যামসনের ইনিংসের স্ট্রাইক রেট। এত কিছুর পরও স্যামসনের কিছুটা মন খারাপ হতে পারে। কারণ, কালকের ম্যাচে ভারতের যে ৩ জন ব্যাটিং করেছেন, সেখানে স্যামসনের স্ট্রাইক রেটই সবচেয়ে কম। বাকি দুজনের স্ট্রাইক রেটই ২০০ বা এর চেয়ে বেশি।

    তিলক বর্মা করেছিলেন ৪৭ বলে ১২০। স্যামসন, তিলক—দুজনেই ছিলেন অপরাজিত। আরেক ওপেনার অভিষেক করেন ১৮ বলে ৩৬। এমন ‘হাতুড়িপেটা’র পর রান যা হওয়ার তেমনটাই হয়েছে—২০ ওভারে ১ উইকেটে ২৮৩।

    কোন মন্তব্য নেই