Header Ads

  • Breaking News

    স্টয়নিস–ঝড়ে লন্ডভন্ড পাকিস্তান, হলো ধবলধোলাই


     অস্ট্রেলিয়া আর ‘জয়’ করা হলো না পাকিস্তানের!

    মাত্র কদিন আগেই তো অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান, তাহলে আবার এই কথা কেন—এমন প্রশ্ন করতেই পারেন। আন্তর্জাতিক ক্রিকেটটা যেহেতু এখন তিন সংস্করণের, তাই প্রথম লাইনটা এমন করে লেখা গেছে। টি-টোয়েন্টিতে যে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে এখনো হারাতে পারল না পাকিস্তান। ডাউনআন্ডারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচে খেলে ছয়টিতেই হেরেছে দলটি, শেষ হতে পারেনি অন্য ম্যাচটি। সর্বশেষ হারটি আজ হোবার্টে।

    আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান রীতিমতো উড়ে গেছে অস্ট্রেলিয়ার কাছে। নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রাম দিয়ে মাঠে নামা পাকিস্তান অলআউট হয় ১১৭ রানে। মার্কাস স্টয়নিসের ঝড়ে রানটা ৮.২ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করল জশ ইংলিসের দল।

    রান তাড়ায় অস্ট্রেলিয়া ৩০ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে গিয়ে ধ্বংসযজ্ঞ চালান স্টয়নিস। পেস বোলিং অলরাউন্ডার ২৭ বলে অপরাজিত ছিলেন ৬১ রানে। ৫টি করে চার ও ছক্কা মেরেছেন স্টয়নিস, ছক্কাগুলোও কী বিশাল বিশাল!

    স্টয়নিসের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক ইংলিসের। ২৪ বলে ২৭ রান করেছেন স্টয়নিসকে নিয়ে তৃতীয় উইকেটে ৫৫ রান যোগ করা ইংলিস। এ ছাড়া ওপেনার জেইক ফ্রেজার-ম্যাগার্ক ১১ বলে করেছেন ১৮ রান। ফ্রেজার-ম্যাগার্ককে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পেয়েছেন পাকিস্তানের অভিষিক্ত বাঁহাতি পেসার জাহানদাদ খান।

    আরও পড়ুন

    পাকিস্তান ম্যাচটি খেলেছে আগা সালমানের নেতৃত্বে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই নেতৃত্ব পাওয়া সালমান টসে জিতে ব্যাটিং বেছে নেন। দ্বিতীয় ওভারে সাহিবজাদা ফারহানকে হারালেও শুরুটা খারাপ ছিল না পাকিস্তানের। ৬.৪ ওভারেই আর কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তুলে ফেলে দলটি। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ১৯ বলে ২৪ রান করা হাসিবউল্লাহ খানকে ফেরানোর পর ধসের সূচনা পাকিস্তান ইনিংসের।

    পাকিস্তানের সর্বোচ্চ স্কোর বাবর আজমের ৪১
    পাকিস্তানের সর্বোচ্চ স্কোর বাবর আজমের ৪১
    এএফপি

    তিন ওভারের মধ্যে ১ উইকেটে ৬১ থেকে ৪ উইকেটে ৭০ হয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের বিপদটা আরও বাড়ে ১৩তম ওভারে বাবর আজমের বিদায়ে। দলটির সাবেক অধিনায়ক ওপেন করতে নেমে ২৮ বলে করেছেন ইনিংস-সর্বোচ্চ ৪১ রান।
    ৯১ রানে বাবর ফেরার পর আর মাত্র ২৬ রানই যোগ করতে পারে পাকিস্তান।

    অস্ট্রেলিয়ার পেসার অ্যারন হার্ডি ৪ ওভারে ২১ রান দিয়ে পেয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। তবে পাকিস্তানি ব্যাটসম্যানদের ডানা মেলতে না দেওয়ার মূল কারিগর জাম্পা। ২ উইকেট নিতে ৪ ওভারে মাত্র ১১ রানই দিয়েছেন এই লেগ স্পিনার।

    কোন মন্তব্য নেই